বিশেষ প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে ৪৫ পিছ ইয়াবা সহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে এবিপিএন পুলিশ।
মঙ্গলবার রাতে ৭এপিবিএন সিলেট এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি খোঃ ফরিদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরির্দশক মোঃ সুমন আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর দক্ষিন সুরমা থানাধীন বঙ্গবীর সড়কস্থ লাউয়াই এলাকায় মেসার্স লাকি টায়ার স্টোর ও ভলকানাইজিং দোকানের সামনে থেকে নাসির নামের এক ব্যক্তির কাছ থেকে ৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগন্জ থানার মৃত আবুল কাশেম এর পুত্র। অপস এন্ড ইন্টেলিজেন্স উইং ৭ এপিবিএন সিলেটের পুলিশ পরিদর্শক সুমন আলী ঘটননার সত্যতা নিশ্চিত করে বলেন,ইয়াবা কারবারীর বিরুদ্ধে এসআই দিপক কুমার পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক ) ধারায় দক্ষিন সুরমা থানায় তার বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন, মামলা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com