বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাজধানী সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা   * মিয়ানমারে বেসামরিক হত্যা-গ্রেপ্তার বাড়িয়েছে জান্তা : জাতিসংঘ   * দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা   * লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৮০০   * সাগরে ফের লঘুচাপের শঙ্কা, টানা বৃষ্টির দুঃসংবাদ   * ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী   * ঢাকা উদ্যানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-রিভালবার-গুলি উদ্ধার   * সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেফতার   * ভারত থেকে আসছে কম শুল্কের পেঁয়াজ, কমবে দাম   * জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান  

   বিনোদন -
                                                                                                                                                                                                                                                                                                                                 
বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

বিয়ে করলেন বলিউডের তারকা দম্পতি অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন তারা। ভক্তেরা এই সুখবরে রীতিমতো ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।


সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করে অদিতি ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার সূর্য, আমি তোমার চাঁদ এবং আমার সমস্ত তারা। আজীবন আমার সঙ্গে এভাবেই থেকো। হাসতে থেকো। ভালোবাসা, আলো এবং জাদুর ছোঁয়ায় ভরে থেকো। মিসেস এবং মিস্টার আদু-সিধু।’

অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। তাদের একটি মন্দিরের বাইরে দেখা গেছে। অদিতিকে একটা হালকা বাদামি রঙের শাড়ি পরে দেখা গিয়েছে। তার চুলে ফুলের মালা, যাতে নববধূকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছে। সিদ্ধার্থকে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে দেখা গেছে। এমনকি, দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে বিয়েটা হয়েছে।

অদিতি-সিদ্ধার্থের এই ছবির একটিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে দু’জনে। পুরোহিত বিয়ের সমস্ত আয়োজন করছেন। দু’জনেরই গলায় মালা। দু’জনে একে অন্যকে জড়িয়ে ধরে আছেন। এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা। সোনাক্ষী সিনহা, অনন্যা পান্ডে, দুলকার সালমান, আথিয়া শেঠি, দিয়া মির্জা-সহ অনেক তারকাই তাকে অভিনন্দন জানিয়েছেন।

অদিতি ২০০২ সালে আইনজীবী তথা প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন কিন্তু ২০১২ সালে বিয়ে করলেও, তিনি বৈবাহিক অবস্থা সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে চাননি। এক বছর পরে ২০১৩ সালে, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এবং সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন।

অদিতির যখন মাত্র ১৭ বছর বয়স, তখন সত্যদীপের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ২৪ বছর বয়সে অদিতি সত্যদীপকে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি তার বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। কারণ সেই সময় তাকে ইন্ডাস্ট্রিতে ভীষণই সংগ্রাম করতে হচ্ছিল। দু’জনের পথ আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট।

২০২১ সালে অদিতি এবং সিদ্ধার্থের ‘হা সমুদ্রম’-এর সেটে দেখা হয়। দু’জনের ডেটিংও শুরু হয় সেখান থেকেই। ২৮ মার্চ, ২০২৪-এ, তারা বাগদানের ছবি শেয়ার করেছিলেন। সিদ্ধার্থেরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি ২০০৩ সালে মেঘনাকে বিয়ে করেন। দু’জনে দিল্লিতে একে অন্যের প্রতিবেশী ছিলেন এবং প্রেমে পড়েন। ২০০৬ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। এবং ২০০৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ
                                  

বিয়ে করলেন বলিউডের তারকা দম্পতি অদিতি রাও হায়দারি। সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন তারা। ভক্তেরা এই সুখবরে রীতিমতো ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।


সিদ্ধার্থের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করে অদিতি ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমার সূর্য, আমি তোমার চাঁদ এবং আমার সমস্ত তারা। আজীবন আমার সঙ্গে এভাবেই থেকো। হাসতে থেকো। ভালোবাসা, আলো এবং জাদুর ছোঁয়ায় ভরে থেকো। মিসেস এবং মিস্টার আদু-সিধু।’

অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেছেন। তাদের একটি মন্দিরের বাইরে দেখা গেছে। অদিতিকে একটা হালকা বাদামি রঙের শাড়ি পরে দেখা গিয়েছে। তার চুলে ফুলের মালা, যাতে নববধূকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছে। সিদ্ধার্থকে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে দেখা গেছে। এমনকি, দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে বিয়েটা হয়েছে।

অদিতি-সিদ্ধার্থের এই ছবির একটিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে দু’জনে। পুরোহিত বিয়ের সমস্ত আয়োজন করছেন। দু’জনেরই গলায় মালা। দু’জনে একে অন্যকে জড়িয়ে ধরে আছেন। এই ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা। সোনাক্ষী সিনহা, অনন্যা পান্ডে, দুলকার সালমান, আথিয়া শেঠি, দিয়া মির্জা-সহ অনেক তারকাই তাকে অভিনন্দন জানিয়েছেন।

অদিতি ২০০২ সালে আইনজীবী তথা প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন কিন্তু ২০১২ সালে বিয়ে করলেও, তিনি বৈবাহিক অবস্থা সম্পর্কে কোনও রকম মন্তব্য করতে চাননি। এক বছর পরে ২০১৩ সালে, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এবং সত্যদীপ আলাদা হয়ে গিয়েছেন।

অদিতির যখন মাত্র ১৭ বছর বয়স, তখন সত্যদীপের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। ২৪ বছর বয়সে অদিতি সত্যদীপকে বিয়ে করেছিলেন। কিন্তু তিনি তার বিয়ে গোপন রাখতে চেয়েছিলেন। কারণ সেই সময় তাকে ইন্ডাস্ট্রিতে ভীষণই সংগ্রাম করতে হচ্ছিল। দু’জনের পথ আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল অটুট।

২০২১ সালে অদিতি এবং সিদ্ধার্থের ‘হা সমুদ্রম’-এর সেটে দেখা হয়। দু’জনের ডেটিংও শুরু হয় সেখান থেকেই। ২৮ মার্চ, ২০২৪-এ, তারা বাগদানের ছবি শেয়ার করেছিলেন। সিদ্ধার্থেরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি ২০০৩ সালে মেঘনাকে বিয়ে করেন। দু’জনে দিল্লিতে একে অন্যের প্রতিবেশী ছিলেন এবং প্রেমে পড়েন। ২০০৬ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। এবং ২০০৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

ভক্তদের মাঝে মিষ্টি লুকে ধরা দিলেন মিম
                                  

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান তিনি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খোলামেলা ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ৫টি ছবি শেয়ার করেছেন।


যেখানে ‘হাউ টু লেট গো’ গানের লিরিক্স শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি আয়নায় যাকে দেখছি তাকেই ভালোবাসি।’ শেয়ার করা ছবিগুলোতে মিমকে অনুরাগীদের মাঝে মুগ্ধতা ছড়াতে দেখা গেছে।


এ অভিনেত্রীকে ব্যাকলেস লিনেন ব্লেন্ড কর্সেট স্লিং ড্রেসে বেশ মানিয়েছেন। লো মেকআপ লুকে মিষ্টি হাসি ভক্তদের মনে ঝড় তুলেছে। আবেদনময়ী মিমকে মাথায় রোদ চশমা, কানে দুল গলায় ‘মিম’ নাম খচিত হালকা নেকলেস আর খোলা চুলে উষ্ণতা ছড়াচ্ছে।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। তামিম নামে একজন ভক্ত লিখেছেন, ‘তুমি যেন রূপের সাগর, নিখুঁত সৌন্দর্যের পরম উদাহরণ। তুমি খুব সুন্দর, তোমার এ ছবি দেখে পৃথিবী যে সুন্দর তা তোমার মাঝে আবিষ্কার করেছি।’

আরেকজনের ভাষ্য, ‘সৃষ্টিকর্তা তোমাকে চাঁদের আলো দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আপনার চোখকে তারা দিয়ে তৈরি করেছেন এবং সূর্য দিয়ে আপনার উষ্ণতাকে পাগল করেছেন।’

কখনোই আমি সুবিধাবাদী ছিলাম না: পূজা
                                  

খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন পূজা চেরি। ছোট্ট মেয়েটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রেখে আজ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা। ইতোমধ্যে ডজনখানেক সিনেমায় কাজ করে সবার নজর কেড়েছেন তিনি।

বরাবরই সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পূজা। এমনকি কখনোই নাকি সুবিধাবাদীও ছিলেন না এই চিত্রনায়িকা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানালেন পূজা।

অভিনেত্রী বলেন, যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত। আর আমি সবসময় সত্যের পক্ষেই থাকতে পছন্দ করি। আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশ, পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে।

তিনি আরও বলেন, যেহেতু আমি কোনো কিছুর সঙ্গে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। তা ছাড়া আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।

পূজা বলেন, আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়েই এগুচ্ছি।

প্রসঙ্গত, ‘পোড়ামান টু’সিনেমা দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে পা রাখেন পূজা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার টু’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

‘পর্দায় নগ্নদেহ প্রদর্শন সাহসিকতা নয়’
                                  

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেট। বরাবরই অভিনয়ের জন্য প্রশংসিত ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী। বলা যায়, তাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের অগণিত সিনেমাপ্রেমীরা। অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লি’।

সম্প্রতি টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা ‘লি’ ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন কেট উইন্সলেট।

অভিনেত্রী বলেন, পর্দায় নগ্নদেহ প্রদর্শন করা অভিনেত্রীর সাহসিকতা নয়। মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়ানোও সাহসিকতা নয়। অভিনেত্রীর কাজ অভিনয়ের মাধ্যমে চরিত্রকে ফুটিয়ে তোলা।

কেট উইন্সলেট বলেন, আমি শুটিংয়ে একটা বেঞ্চে বসে ছিলাম। শটের সময় ক্রুদের একজন এসে আমাকে বলেছিল সোজা হয়ে বসলে আমার শরীর আরও আকর্ষণীয় দেখাবে। অনেকে রিঙ্কেল নিয়ে কথা বলে কিন্তু আমি যে রকম, সে রকমই নিজেকে প্রকাশ করতে পছন্দ করি। এতে সাহসিকতার কিছু নেই। আবার আপত্তিরও কিছু নেই।

তিনি আরও বলেন, ক্যামেরায় কেমন দেখা গেল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ চরিত্রটিকে ফুটিয়ে তোলা। কাজটা মেকআপ বা নো মেকআপ দিয়ে করা যায় না। অভিনয় দিয়েই করতে হয়। তাই অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে অভিনয়েই মনোযোগ দেয়া উচিত।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২২ সালে জেমস ক্যামেরনের অ্যাভাটারের পার্ট টু-তে দেখা গেছে কেট উইন্সলেটকে। সামনে সিনেমা ‘লি’ দিয়ে ফিরছেন পর্দায় এই নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

নারী সুরক্ষা প্রসঙ্গে যা বললেন রুক্মিণী
                                  

ভারতে আরজি কর ঘটনার বিচার চেয়ে যখন সাধারণ জনগণের পাশাপাশি অভিনেত্রীরাও আন্দোলন করেছে, এসময় টালিগঞ্জে একাধিক অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন অভিনেতা থেকে শুরু করে পরিচালকদের বিরুদ্ধে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী সুরক্ষা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। যেখানে তিনি জানান, টালিগঞ্জে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন। একদিকে ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষা বজায় রাখতে মহিলা শিল্পীরা সংগঠন তৈরি করেছেন।

সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, ‘২০১৭ সালের ঘটনা এখনো মনে আছে, একটি প্রতিযোগিতায় আমাকে জিজ্ঞাসা করা হয়, নিজের জন্য কী করার ইচ্ছা আছে। অনেকেই ভেবেছিলেন, আমি নায়িকা সুলভ কোনও উত্তর দেব। আমি বলেছিলাম নারী সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চাই।’

তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষার পক্ষে বার্তা দিয়ে আসছি। মহিলাদের সুরক্ষা বা হাইজিন শুধু নয়, আমরা কোনো প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত নারী সুরক্ষার বিষয়টি খেয়াল রাখি।’


অভিনেতা দেবের প্রযোজনা সংস্থার দায়িত্বও নিয়েছেন রুক্মিণী। সেই প্রযোজনা সংস্থা মহিলা শিল্পীদের সুবিধার জন্য অনেক ব্যবস্থাই রাখেন। পুরুষ এবং মহিলা, প্রত্যেকেই যেন সঠিক সময়ে গাড়ি পান, ভালো খাবার পান- এরকম কিছু জিনিস ঠিক রাখার চেষ্টা করা হয়। কারণ, একজন মানুষকে ভালো এবং সুরক্ষিত পরিবেশ দিলে তিনিও তার সেরাটা দিতে পারবেন বলে বিশ্বাস করেন।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া
                                  

বলিউডের আসন্ন সিনেমা ‘বার্লিন’এ রাহুল বসুর সঙ্গে পর্দায় দেখা যাবে অনুপ্রিয়া গোয়েনকাকে। অনেক আগে থেকেই রাহুলের অভিনয়ের ভক্ত অনুপ্রিয়া। বার্লিন ছবিতে রাহুলের সঙ্গে ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে হয়েছে অভিনেত্রী।

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে অস্বস্তিতে পড়েছেন অনুপ্রিয়া। সম্প্রতি সেই অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। জানিয়েছেন, রাহুলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নাকি মোটেই সহজ ছিল না।

অভিনেত্রী জানান, শুটিং সেটে স্বাভাবিক কথাবার্তাই বলতেন রাহুল। তব ঘনিষ্ঠ দৃশ্যের আগে নাকি অভিনেতার আচরণ বদলে গিয়েছিল। খুবই লজ্জা পাচ্ছিলেন রাহুল। অভিনেত্রী বলেন, আমরা কয়েকটি ছবি তুলছিলাম। রাহুল তখন কতটা লজ্জা পাচ্ছিলেন তা বলে বোঝোতে পারব না। আমার তাকে অমন লাজুকভাবেই দেখতে ভালো লাগছিল। যদিও বিষয়টাই খুব অস্বস্তিকর ছিল।


অনুপ্রিয়া জানান, রাহুলের লাজুক মুহূর্তটা উপভোগ করছিলেন এবং বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে রসিকতাও করছিলেন তিনি। রাহুলকে লজ্জা পেতে দেখে নিজেও সামান্য ভয় পেয়েছিলেন অনুপ্রিয়া। অভিনেত্রী বলেন, ওই মুহূর্তে তিনি অস্বস্তি বোধ করলেও ছবিগুলো খুব সুন্দর উঠেছিল।

রাহুলের প্রতি ভালোলাগার কথা প্রকাশ করে অনুপ্রিয়া আরও বলেন, ছোটবেলায় সবারই একজন পছন্দের তারকা থাকেন, যাকে নিয়ে আমরা নানা কল্পনা করি। আমার পছন্দের তারকা ছিলেন রাহুল বসু। অভিনেত্রী জানান, এক সময় মনে মনে রাহুলের সঙ্গে অভিনয় করার জন্য প্রার্থনাও করেছিলেন তিনি।

‘ভক্তরা অপেক্ষা করেন, একটা কাজ শেষ করেছি’
                                  

সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। নাটক ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে এখন সিনেমার নায়িকা তিনি। বছর দুয়েক আগে ‘হাওয়া’ মুক্তির পর ছয় মাস কোনো কাজ করেননি তুষি। তবে শ্যুটিং এর বাইরে সরব থেকেছেন অন্যান্য কাজে; বিভিন্ন অভিনয় কর্মশালা, কোর্স করেছেন। অভিনয়ে আরও এগিয়ে নিতে প্রাচ্যনাটের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

এই মুহূর্তে নতুন কাজ নিয়ে ব্যস্ত নাজিফা তুষি। বিভিন্ন কনটেন্ট এর শ্যুটিং করেছেন। এসব নতুন কাজ তাকে সমৃদ্ধ করেছে বলেও মনে করছেন তুষি। সম্প্রতি একটি গণমাধ্যমে এমনটিই জানালেন তিনি। তুষির কথায়, ‘গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয়, তখন নিজের মধ্যেও এক ধরনের ছাপ পড়ে। মনে হতো, এ সময়টায় আমার মধ্যে কিছু না কিছু ঢুকছে, যেটা নতুন।’

তবে নতুন কাজ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তুষি। অভিনেত্রীর কথায়, ‘ছবি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও তো কাজের খবর জানাতে ইচ্ছা করে।’

তবে ভক্তদের আশ্বস্ত করে তুষি বললেন, একটি কাজ শেষ হয়েছে। কাজটি পছন্দের পরিচালকের সঙ্গে হয়েছে এবং সেটি ভালো হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তুষির কথায়, ‘ভক্তরাও অপেক্ষা করেন। একটা কাজ শেষ করছি। আশাবাদী, কারণ ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক। যে প্রসেসে কাজটা হয়েছে, এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো।’


এদিকে মেজবাউর রহমান সুমনের হাওয়ার পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। ভেবেচিন্তে হ্যাঁ বলেছিলেন এই ছবির পরিচালক-প্রযোজককে। কিন্তু তারা কারা, সে বিষয়ে কিছুই বলেননি তুষি। তার কথায়, ‘এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন।’

তুষি এও জানালেন, তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। আপাতত সে অপেক্ষাতেই থাকতে হবে।

যৌনকর্মী থেকে রাজনীতিবিদ হওয়ার গল্পে পাওলি দাম
                                  

পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী হিসেবে কাজ করে। তারপর যোগ দেয় রাজনীতিতে। সেই মেয়েটির জীবনের নানা ওঠাপড়ার গল্প ধরা দেবে ‘আড্ডাটাইমস’-এর আসন্ন ওয়েব সিরিজ ‘জুলি’তে। পরিচালনায় অরিত্র সেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘জুলি’ ওয়েব সিরিজে চরিত্রদের ঝলক এসেছে। সেখানে নামভূমিকায় এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। ইতোমধ্যে সিরিজটির শ্যুটিং শেষ হয়েছে।

‘জুলি’তে অভিনেত্রীর দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থত্যাগ করতে হবে? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজের গল্প নেওয়া হবে।

পাওলি ছাড়াও এই সিরিজে রয়েছে টালিউডের একাধিক পরিচিত মুখ। একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অন্য দিকে সিবিআই কর্মকর্তার চরিত্রে রয়েছেন গৌরব চ্যাটার্জি। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি, শ্রুতি দাস।

এই মুহূর্তে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে সিরিজটি ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পাবে বলে খবর।

আট মাস পর নতুন ছবিতে বুবলী
                                  

বিরতি কাটিয়ে কাজে ফেরার আনন্দে হয়ত খোশ মেজাজেই আছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। দীর্ঘ আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একদিকে যেমন তার নতুন ছবির খবরে আগ্রহে ভাসছে অনুরাগীরা, অপরদিকে নিজেকে অপরূপ সাজে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন নায়িকা।

তবে ছবিতে কাজ করা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে কিছু শেয়ার না করলেও নিজের সাজ আশাক নিয়ে বেশ সরব বুবলী। গত বুধবার তেমনই কিছু ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে বুবলিকে বেগুনী রঙয়ের শাড়িতে দেখে মুগ্ধতায় ভাসিয়ে দেন তার অনুরাগীরা।


এর পরদিনের খবর, আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। শোনা যাচ্ছে, ‘নীল টিপ’ নামের নতুন সিনেমায় আসছেন তিনি। নারীপ্রধান গল্পের সিনেমাটি বানাবেন মেহেদি হাসান। আগামী জানুয়ারিতে শুরু হবে সিনেমার শ্যুটিং। সম্প্রতি গণমাধ্যমে এমনটিই তথ্য দিলেন নির্মাতা।

নতুন এই সিনেমা নিয়ে মেহেদি হাসান বলেন, ‘আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। নীল টিপ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দিবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শ্যুটিং শুরুর পরিকল্পনা আছে।’

বুবলী অভিনীত সর্বশেষ ছবি ‘রিভেঞ্জ’ মুক্তি পায় গেল ঈদুল আজহায়। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল সিনেপ্লেক্স ও সিংগেলস্ক্রিনে। আবার এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলীর ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় এতে বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। ওটিটিতে কাজ করলেও বড় পর্দায় এটি এই জুটির প্রথম সিনেমা।

সমাজে নারীদের নিয়ে তিক্ত সত্য তুলে ধরলেন আলিয়া
                                  

ভারতের মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিজে যৌন হেনস্তা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে হেমা কমিশন। তারপর থেকেই দেশটির বিনোদন জগতের অনেকেই একের পর এক মুখ খুলছেন। এতে বের হয়ে আসছে অভিনেত্রী-তারকাদের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা।

ফিল্ম ইন্ডাস্ট্রিজে এসব ঘটনা ঘটে যাওয়াতে সমাজে নারীর অবস্থান নিয়েও তৈরি হয়েছে নানান প্রশ্ন। শোবিজের সবার মুখে এখন এই একটি বিষয় নিয়েই আলোচনা।

এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে সমাজে নারীর অবস্থান নিয়ে কথা বলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেই সাক্ষাৎকারে নারীদের ওপর তিক্ত সত্য তুলে আলিয়া দাবি করেন, ভুক্তভোগীকেই দোষ দেওয়া হওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। যৌন হেনস্তার শিকার হলে ভুক্তভোগীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমাদের সংস্কৃতি এমন, যৌন হেনস্তা হলে ভুক্তভোগীকেই দোষারোপ করা হয়। পরিবারও ভুক্তভোগীর দিকে আঙুল তুলতে থাকে। এতে নির্যাতনের শিকার হওয়া ওই নারীর মনে প্রশ্ন ওঠে, কে আমাকে বিয়ে করবে? এবার আমার কী হবে? লোকে আমাকে নিয়ে কী ভাবছে? এই পুরো বিষয়টাই ভুল।’

অভিনেত্রীর দাবি, এই জন্য সত্য প্রকাশ্যে আনতে ইতস্তত বোধ করেন ভুক্তভোগীরা। তার কথায়, ‘ভুক্তভোগীরা এই জন্য কাউকে কিছু বলতে পারেন না। এমনকি নিজের বাবা-মার থেকেও হেনস্তার কথা লুকিয়ে রাখেন। তাই সবটা বলার জন্য সত্যিই অনেকটা সাহসের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রত্যেকের নির্দ্বিধায় সত্য প্রকাশ্যে আনা উচিত।’

উল্লেখ্য, আলিয়া এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাকে এক অন্য রূপে দেখা যাবে। ছবিতে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’-এ।

কুপ্রস্তাবে ‘না’ বলায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান পরিচালক
                                  

ড্রাইভে নিয়ে গাড়ির মধ্যে কুপ্রস্তাব দেওয়া হয় কলকাতার অভিনেত্রী এনা সাহাকে। তাতে অভিনেত্রী রাজি না হওয়ায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এক শুনশান রাস্তায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন ভয়াবহ ঘটনারই বর্ণনা দিলেন এনা।


ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডের পর নারী নির্যাতন নিয়ে সোচ্চার সেখানকার নারীরা। এরই আবহের মাঝে টালিউডেও উঠে আসছে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ। বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছেন অনেক অভিনেত্রীই। তাই এবার মুখ খুলতে আর সংশয়ে থাকেননি এনা সাহা।

বহু অল্প বয়সেই টালিউডে কাজের সুযোগ হয় এনার। এই অভিনেত্রী যখন অভিনয়ে আসেন, তখন তার বয়স মাত্র ১৭। ওই সাক্ষাৎকারে এনা জানান, কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে, এই প্রস্তাব এসেছে এনার কাছেও। আর সেটি প্রত্যাখান করতেই তার সঙ্গে ঘটে যায় সেই ভয়ংকর ঘটনা।

দশ বছর আগের ঘটনার বর্ণনা দিয়ে এনা সাহা বলেন, ১৭ বছর বয়সে ছবিতে নায়িকা হয়েছি। তার পরেই এক পরিচালক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। টালিউডে আমি খুব কম বয়স থেকে কাজ শুরু করেছি। তাই অনেক সময়েই কারও গাড়িতে উঠেছি। অন্যরকম কিছু হতে পারে ভাবিনি। সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি। কিন্তু তারপর গাড়ির মধ্যে পরিচালক এমন কিছু করার প্রস্তাব দেন, যাতে আমি ‘না’ বলতে বাধ্য হই। তিনি রেগে যান। এরপর আমাকে রাজারহাটে একটা ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেন।


এনা সাহা আরও বলেন, ‘শুধু সেদিন নয়, আরও বহুদিন এমন হয়েছে, তখন খারাপ লেগেছে। শুরুর দিকে খুব ভয় পেতাম। কারও প্রস্তাবে ‘না’ বলে দিলে আর কাজ পাব না, সেই ভয়টা ঘিরে ধরত। আজকে এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলেই হয়তো মন খুলে কথা বলছি।’


উল্লেখ্য, নানা কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী এনা সাহা। বিশেষ করে নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতারের কারণে বারবার সংবাদের শিরোনামে হন তিনি।

তবে বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে সরব হন এই অভিনেত্রী। এর আগে একাধিকবার বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এনা। তবুও থামানো যায়নি নিন্দুকদের মুখ।

অভিনয়ের পাশাপাশি টলিউড প্রযোজক হিসাবে পরিচিত এনা। তার প্রযোজনার সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে কলকাতার বেশ কিছু ছবি।

কড়া জবাব দিলেন অনন্যা পাণ্ডে
                                  

কাজ যতই ভালো হোক, কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করবেনই। যে ভাবেই হোক খুঁত খুঁজে বার করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একাধিক বার ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।

অভিনয়ের দক্ষতা নিয়েও বার বার প্রশ্নের মুখে পড়েছেন। সমালোচকদের বিষয়ে প্রশ্ন করা হলে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সবাইকে কিছু না কিছু বলা হয়েই থাকে। সমালোচনা হবেই কিন্তু আমি বুঝে গিয়েছি, এগুলোতে কর্ণপাত করাই উচিত নয়।’

অনন্যার ভাষ্য, ‘আমি যাই করি না কেন, তারা নিন্দা করবেই। দিন শেষে ঠিক নেতিবাচক কোনও বিষয় তারা খুঁজে বার করবে। তাই ভাল কাজ করার উপরে মনোযোগ দেওয়া উচিত।’

এদিকে মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। এই সিরিজের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো। ভক্ত-অনুরাগীরা মনে করেছেন, এই পোস্ট করেই সম্পর্কে সিলমোহর দিলেন ওয়াকার।

জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম। ওয়াকার পেশায় প্রাক্তন মডেল। বর্তমানে তিনি অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কাজ করেন।

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, ‘ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু`জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে।’

কোথায় ছিলেন রাশমিকা?
                                  

 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা। অভিনয় ও সৌন্দর্যে দর্শকের হৃদয়ে জায়গা করেছেন আগেই। বলিউডের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেও সাফল্যের দেখা পেয়েছে।

গত এক মাস কোথাও দেখা যায়নি রাশমিকাকে। কোনো সামাজিক অনুষ্ঠান না, ছিলেন না সোশ্যাল মিডিয়াতে। অবশেষে আড়াল ভেঙেছে এই সুন্দরী। রাশমিকা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

ইনস্টাগ্রামে রাশমিকা মান্দানা বলেন, ‘বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর সোশ্যাল মিডিয়ায় আসলাম; গত মাসে এখানে আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ আমি দুর্ঘটনার কবলে (ছোট) পড়েছিলাম। আমি সুস্থ হয়ে উঠছিলাম। চিকিৎসকরা বাড়িতে বিশ্রামে থাকতে বলেছিলেন।’


তিনি আরও বলেন, ‘আগের চেয়ে এখন ভালো আছি। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং কাজে ফেরার মতো অবস্থায় আছি। নিজের শরীরের যত্ন নেওয়াকে প্রাধান্য দিন। জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত। আমরা জানি না, আগামীকাল পৃথিবীতে থাকব কিনা। সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন।’

ভারতের সিনেমা থেকে সরে এলেন তাসনিয়া ফারিণ
                                  

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই।

আগামী নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হওয়ার কথা ছিল। চলতি মাস থেকেই শুরু হচ্ছে প্রাক শুটিংপর্ব। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিণে। নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কলকাতা ও যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা ছিল। যেখানে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিণের। এছাড়াও মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তী তারকার সঙ্গেও স্ক্রিনশেয়ার করা হতো।

এ বিষয়ে ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না।’

অভিনেত্রী জানান, ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।’

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘এটা কাকতালীয়। কী আর করার।’

প্রসঙ্গত অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক হয়। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না: মম
                                  

‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারী মম। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সমসাময়িক প্রসঙ্গে। সেখানে শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, সক্রিয় রাজনীতি করা শিল্পীদের কাজ না।

মম বলেন, একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না। কোনো না কোনো পক্ষের প্রতি সমর্থন থাকেই। এটা স্বাভাবিক, কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয়। রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবে কে? শিল্পীদের কাজ শিল্পচর্চা করা। সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়। তারা যদি রাজনীতিতে মগ্ন হয়ে পড়েন, তাতে শিল্পচর্চা ব্যাহত হবে। সুবিধা নেওয়ার সংস্কৃতির কারণে কিন্তু ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি অনেক ক্ষেত্রে থাকে না।

শিক্ষার্থীদের আন্দোলনে তাদের পক্ষে থাকার কারণ হিসেবে অভিনেত্রী বলেন, আমি সব সময় সত্য এবং ন্যায়ের সঙ্গে ছিলাম ও আছি। শিক্ষার্থীদের এ দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তাই প্রথম থেকেই আমি তাদের সঙ্গে ছিলাম। রাজপথেও নেমেছি। অনেক জীবনের বিনিময়ে আজ নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে এখন সুন্দর একটা দেশ গড়ব। দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। আমাদের শিক্ষার্থীরা অনেক বিচক্ষণ ও মেধাবী, তাদের ওপর আমার বিশ্বাস আছে। তাই আমাদের লক্ষ রাখতে হবে কোনো অপশক্তি যেন এদের নাগালে আসতে না পারে। এক মাসের রক্তঝরা আন্দোলনে আমাদের এ বিজয়।

আন্দোলন চলাকালে অভিনয়শিল্পী সংঘ থেকে অব্যাহতি নিয়েছিলেন জাকিয়া বারী মম। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে এখানে থাকার কোনো মানে হয় না, তাই আমি অব্যাহতি নিয়েছি। একেবারেই আমার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত ছিল। তবে সংগঠনের কোনো শিল্পীর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই, এখনো সবার সঙ্গেই সুসম্পর্ক আছে। তবে আমি মনে করি, একেকজনের মতামত থাকতেই পারে, ভালোলাগা থাকতেই পারে, অবস্থান ভিন্ন হতে পারে, তবে কারও কাছ থেকে অন্ধত্ব আশা করি না। কোনো কিছুর প্রতি অন্ধত্ব ভালো না। শিল্পী, কবি, লেখকরা দেশের সম্পদ। তাদের সবাই ভালোবাসেন। সেভাবেই তাদের পথচলা ও কাজ করা উচিত।

সন্তান নিতে যে কারণে ভয় তামান্নার
                                  

তামান্না ভাটিয়ার এখন সুসময়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী-২’ তার ক্যারিয়ারের মাইলফলক হতে হচ্ছে। আলোচনার ঝড় তুলেছে ছবিটি। সিনেমায় তামান্না কেবলই এক আইটেম গার্ল। ‘আজ কি রাত’ গানটির সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন তিনি। অনেকে বলছেন, কৌশিকের ‘স্ত্রী-২’ সিনেমার এই গানই অমর করে রাখবে তামান্নাকে। এখন সেই সাফল্য উদযাপন করছেন তামান্না।

সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে তামান্না কথা বলেন এক গণমাধ্যমকর্মীর সঙ্গে। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।

তামান্না বলেন, ‘আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু তাকে বড় করা, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।’

গত বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের লালগালিচা— সব জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না-বিজয়ের প্রেমের সূত্রপাত বলে খবর প্রকাশ করেছিল ভারতীয় একটি গণমাধ্যম। এরপর থেকে তাদের নিয়ে নানান গুঞ্জন শোন যায়।

গোয়ায় ছুটি কাটানোর সময় সোশ্যাল মিডিয়ায় তাদের চুম্বনের ভিডিও ভাইরাল হয়। গোয়া থেকে মুম্বাইয়ে ফেরার সময় বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা না গেলেও ফটো সাংবাদিকেদের প্রশ্নে তামান্নার হাসিতেই বিজয়ের সঙ্গে সম্পর্কের আভাস পাওয়া যায়। এর কয়েকদিন পরেই একটি অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে ক্যামেরাবন্দী হন বিজয়-তামান্না।


   Page 1 of 91
     বিনোদন
বাগদানের পর বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ
.............................................................................................
ভক্তদের মাঝে মিষ্টি লুকে ধরা দিলেন মিম
.............................................................................................
কখনোই আমি সুবিধাবাদী ছিলাম না: পূজা
.............................................................................................
‘পর্দায় নগ্নদেহ প্রদর্শন সাহসিকতা নয়’
.............................................................................................
নারী সুরক্ষা প্রসঙ্গে যা বললেন রুক্মিণী
.............................................................................................
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া
.............................................................................................
‘ভক্তরা অপেক্ষা করেন, একটা কাজ শেষ করেছি’
.............................................................................................
যৌনকর্মী থেকে রাজনীতিবিদ হওয়ার গল্পে পাওলি দাম
.............................................................................................
আট মাস পর নতুন ছবিতে বুবলী
.............................................................................................
সমাজে নারীদের নিয়ে তিক্ত সত্য তুলে ধরলেন আলিয়া
.............................................................................................
কুপ্রস্তাবে ‘না’ বলায় অভিনেত্রীকে ফাঁকা রাস্তায় ফেলে যান পরিচালক
.............................................................................................
কড়া জবাব দিলেন অনন্যা পাণ্ডে
.............................................................................................
কোথায় ছিলেন রাশমিকা?
.............................................................................................
ভারতের সিনেমা থেকে সরে এলেন তাসনিয়া ফারিণ
.............................................................................................
একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না: মম
.............................................................................................
সন্তান নিতে যে কারণে ভয় তামান্নার
.............................................................................................
লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার
.............................................................................................
লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার
.............................................................................................
বাড়িতে ঢুকে ছবি তোলায় পাপারাৎজিদের ওপর মেজাজ হারালেন আলিয়া
.............................................................................................
নতুন চরিত্র, ৫ কেজি কমলেন তমা মির্জা
.............................................................................................
ক্যানসারের মধ্যেই দুঃসংবাদ দিয়ে সাহায্য চাইলেন হিনা
.............................................................................................
যৌন দৃশ্যের অভিনয় দেখতে চেয়েই অভিনেত্রীকে হেনস্তা!
.............................................................................................
নতুন ওয়েব সিরিজে পাওলি দাম, দেখা যাবে প্রতিবাদী চরিত্রে
.............................................................................................
বিতর্কের মুখে যেসব পোস্ট মুছে দিলেন তামান্না
.............................................................................................
সালমান শাহের মৃত্যুর দিন যা ঘটেছিল
.............................................................................................
বাচ্চাদের সঙ্গে এতকিছু হয়েছে জানতাম না : অরুণা বিশ্বাস
.............................................................................................
জেন-জি অনন্যার প্রতিবাদ
.............................................................................................
গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট
.............................................................................................
‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ গান নিয়ে চিন্তায় তামান্না
.............................................................................................
সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী
.............................................................................................
ওপার বাংলার সিনেমায় কাজ করতে চান সোহানা সাবা
.............................................................................................
আলোচনায় নীহা...
.............................................................................................
বিরতি নিলেন অ্যাডেল
.............................................................................................
দেশে বিজ্ঞাপন নির্মাণ বন্ধ
.............................................................................................
ছবি ফ্লপ, মন খারাপ শর্বরীর
.............................................................................................
কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় তারা
.............................................................................................
পরিস্থিতির ওপর নির্ভর করছে ‘দরদ’-এর মুক্তি
.............................................................................................
দিনে ১২ ঘণ্টা কাজ করেন প্রিয়াঙ্কা
.............................................................................................
স্বামীর তৃতীয় বিয়ে নিয়েও সমস্যা নেই চমকের
.............................................................................................
ত্রাণ নয়, উপহার নিয়ে নোয়াখালীতে বুবলী
.............................................................................................
যে কারণে নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি
.............................................................................................
কাজের মাঝে অনুভূতি ও পরিবারকে আসতে দেইনি : প্রিয়াঙ্কা
.............................................................................................
ধর্ষককে জ্বালিয়ে দাও: শুভশ্রী
.............................................................................................
যে কারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় নেহাকে
.............................................................................................
কঙ্গনা রানাওয়াতকে হত্যার হুমকি!
.............................................................................................
বন্যার্তদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে শিল্পী সমিতি
.............................................................................................
স্বস্তিকা-রাজের সঙ্গী হলেন ভাবনা
.............................................................................................
আমরা প্রতিবাদী-বিপ্লবী, হার না মানা নির্ভীক যোদ্ধা : চমক
.............................................................................................
জাতীয় পুরস্কারজয়ী ভারতীয় নির্মাতা উৎপলেন্দু মারা গেছেন
.............................................................................................
নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন শেখ সেলিম
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD