শারীরিক চাহিদা ছাড়া থাকা সম্ভব না: সামান্থা
দক্ষিণী সিনেমার সুপারস্টার সামান্থা রুথ প্রভুর একাকী কাটছে দিন। অন্যদিকে প্রাক্তন নাগা চৈতন্য নতুন জীবন শুরু করেছেন শোভিতা ধুলিপালাকে নিয়ে। এ নিয়েও কোনো কথা বলেননি সামান্থা।
কিন্তু নাগা যেন তার পিছু ছাড়ছেন না। কেননা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নাগার সঙ্গে সামান্থার প্রেমের সময়কার সাক্ষাৎকারের একটি ভিডিও যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গেছে খাবার ছাড়া থাকা সম্ভব যৌনতা ছাড়া না।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেসময় নাগার সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে সামান্থার। সাক্ষাৎকারে তার থেকে জানতে চাওয়া হয়, `খাবার না যৌনতা, কোনটা ছাড়া একদম থাকতে পারবেন না?` একটুও না ভেবে অভিনেত্রী মজার ছলে জানিয়েছিলেন, খাবার না খেয়েও তিনি বহুদিন কাটিয়েছেন। কিন্তু যৌনতা ছাড়া একটা দিন কাটানো তার জন্য খুবই কষ্টকর।
এদিকে চাউর হয়েছে নাগার পর সামান্থাও ব্যস্ত জীবন সাজানোয়। নতুন করে নাকি প্রেওমে পড়েছেন। পরিচালক রাজ নিদিমোরুকে নাকি মন দিয়েছেন অভিনেত্রী।
|
দক্ষিণী সিনেমার সুপারস্টার সামান্থা রুথ প্রভুর একাকী কাটছে দিন। অন্যদিকে প্রাক্তন নাগা চৈতন্য নতুন জীবন শুরু করেছেন শোভিতা ধুলিপালাকে নিয়ে। এ নিয়েও কোনো কথা বলেননি সামান্থা।
কিন্তু নাগা যেন তার পিছু ছাড়ছেন না। কেননা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নাগার সঙ্গে সামান্থার প্রেমের সময়কার সাক্ষাৎকারের একটি ভিডিও যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গেছে খাবার ছাড়া থাকা সম্ভব যৌনতা ছাড়া না।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেসময় নাগার সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে সামান্থার। সাক্ষাৎকারে তার থেকে জানতে চাওয়া হয়, `খাবার না যৌনতা, কোনটা ছাড়া একদম থাকতে পারবেন না?` একটুও না ভেবে অভিনেত্রী মজার ছলে জানিয়েছিলেন, খাবার না খেয়েও তিনি বহুদিন কাটিয়েছেন। কিন্তু যৌনতা ছাড়া একটা দিন কাটানো তার জন্য খুবই কষ্টকর।
এদিকে চাউর হয়েছে নাগার পর সামান্থাও ব্যস্ত জীবন সাজানোয়। নতুন করে নাকি প্রেওমে পড়েছেন। পরিচালক রাজ নিদিমোরুকে নাকি মন দিয়েছেন অভিনেত্রী।
|
|
|
|
অনলাইন ডেস্ক : অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, শাওন ও সাবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর সেগুলো যাচাইয়ের জন্য তাদেরকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সেসব তথ্য যাচাই করা হয়েছে। তারা কী বলেছে সেগুলো জানানো সম্ভব না। তবে, লিখিত মুচলেকা নিয়েই তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এর আগে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।
এরপরই বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
একইদিন সন্ধ্যায় এই অভিনেত্রীর জামালপুরে নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় ছাত্রজনতা।
এরপর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
|
|
|
|
ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী।
প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারও সঙ্গে যোগাযোগ।
এদিকে, পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানাভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।
এদিকে অনেক দিন ধরে আড়ালবাস করছেন পপি। আড়াল থেকেই মুখ খুলেছিলেন। এবার এলেন ক্যামেরার সামনে। দীর্ঘ ৩ বছর পর সামনে এসে পপি বললেন, দেহটা ছাড়া কিছুই আমার ছিল না।
বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) পপির একটি ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে তার বিরুদ্ধে মা-ভাই-বোনের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমি পপি। দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে— সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মনমতো চলতে পারিনি। সেজন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি দুহাতে দিতে পেরেছি তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না। তাই তাদের কাছে গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ।
এরপর বলেন, দুদিন যাবত দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে। কত হিংস্র ব্যবহার করতে পারে। কত নোংরা শব্দ ব্যবহার করতে পারে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি। পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করার কথা তারাই মানুষের কথা অনুযায়ী আমাকে ভুলভাবে বাংলাদেশের মানুষের কাছে বাজেভাবে উপস্থাপন করেছেন। এর থেকে দুঃখজনক কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছি আজ তারা আমার না। আল্লাহ বলে কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। এবার আসল কথায় আসি।
আজ যে অভিযোগগুলো আমার মা বোন করছে শক্তভাবে আমি প্রতিবাদ করছি উল্লেখ করে তিনি বলেন। এর পুরোটাই বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী। তুমি কি ভূমিদস্যু? যাদেরকে এই দুই হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, জীবনের যে সময়টা উপভোগ করার সেই সময়টা তাদের জন্য ব্যয় করেছি। এটা আমার দায়িত্ব না। তারপরও ভাই বোনকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি। নিজের ভবিষ্যৎ, ভালো লাগা, মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি। শুধু আমার ভাইবোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়ইনি হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে। এদের মধ্যে সেই কৃতজ্ঞতা নেই।
অভিনেত্রী যোগ করেন, কাদের নামে অভিযোগ করবে? অভিযোগ করে বাইরের মানুষের নাম। যেহেতু আমার ভাই বোন বাবা মাকে অনেক ভালোবাসি। তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি। নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি। আমি যে আয় করেছি তারা সব নিয়ে নিয়েছে। আমার সাথে বেইমানি করেছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি আমার নামে ছিল না। আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল। আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমিও তাদের নিয়ন্ত্রণে ছিলাম। একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন লাগে। একটা সময় যখন জানতে পারলাম আমার পরিবার আমাকে ঠকিয়েছে। জানার পরও চুপ ছিলাম। তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার টাকা চুরি করেছে। আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে। আমার আপন মা ভাই বোন জড়িত ছিল।
তার কথায়, পৃথিবীতে সব মা-ই মা না। খারাপ মা-ও আছে। দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালবাসতে পারেনি। আমার পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁসছিলাম। দুধ দেওয়া একটি গরু ছিলাম। টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই। এখনও নেই।
আরও বলেন, একটা মানুষ যখন মেশিন নিয়ে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে। মানুষ হিসেবে থাকে না। আমার বাবা মা আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা-পয়সা বোনের অ্যাকাউন্টে ছিল। তারপরও কিছু বলিনি। ২০০৭-এর ঘটনা বলছি। তখন জানতে পারলাম কোন কিছুই আমার নেই। তখন সিনেমার মুরুব্বীরা মিলে সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন।
এদিকে, নিজের সম্পত্তি ফেরত পেতে মা, ভাই-বোনদের নামে সাধারণ ডায়েরি করেছেন পপি। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করেছেন তিনি। জিনি নং-৪৪৩। এ তথ্য নিশ্চিত করেছেন পপি নিজেই।
তিনি বলেন, ২০০৮ সালে আমার কষ্টার্জিত টাকায় ৬ কাঠা জমি কিনেছি। জমিতে যেতে ১০ ফিট জায়গা আমার কিন্তু আমার মা, ভাই-বোনদের অত্যাচারের কারণে আজও জমিটি ভোগ করতে পারিনি। রাস্তাও ব্যবহার করতে দেয় না। উল্টো আমার নামে মিথ্যাচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে। যে কারণে জিডি করেছি, প্রয়োজনে মামলা করব।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলকএ করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
|
|
|
|
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেপ্তারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।
গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে এসেছে। এরপরই বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অন্যদিকে একই দিনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার ডিবি হেফাজতে নেয়া হয়।
|
|
|
|
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতার হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
|
|
|
রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, অভিনেত্রী শাওনকে আটকের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, আজ রাত ৮টার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
|
|
|
|
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে জিডি করেছেন বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানা ভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
এদিকে মা-বোনের এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পপি। একটি সংবাদমাধ্যমের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ‘বাবা ও চাচার কাছ থেকে ৬ কাঠা জমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’
পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে। এ তথ্য উল্লেখ করে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা৷ আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। ৯৫ সালে আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’
জানা গেছে, পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে ৫ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে মা, ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
যদিও জমি দখলের অভিযোগে পপি বলছেন, ‘আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে।’
|
|
|
|
আরও একবার গভীর অন্ধকারে ডুব দিয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেই ছবি দেখে ভক্তরাও আঁতকে উঠেছেন।
যেখানে কঙ্কালসার চেহারা, ভেঙে যাওয়া গাল, আর শূন্য চোখের দৃষ্টিতে দেখা যায় জনপ্রিয় এ তারকাকে। ভক্তদের কাছে স্পষ্ট যে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত তিনি।
বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার।
সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি, এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য
হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।
গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের জন্য তিনি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন তিনি। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।
এদিকে বিবার-হেইলির সম্পর্কের সংসার ভাঙার খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যদিও এই দুই তারকা এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
|
|
|
|
অনলাইন ডেস্ক : বহুদিন ধরেই ‘নিখোঁজ’ ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই, নিজেকে নিয়ে গেছেন পুরোপুরি লোকচক্ষুর আড়ালে।
মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়ে ঘরে সংসারী হয়েছেন পপি। বর্তমানে একটি পুত্র সন্তানের মা তিনি। কেউ বলেছেন ঢাকায় আছেন, আবার কেউ বলেছেন খুলনাতে স্বামী-সন্তানকে নিয়ে থাকছেন এই অভিনেত্রী।
সেসব গুঞ্জনের মাঝেই এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও মিলল। জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন অভিনেত্রী। সেই সংসারে তাদের চার বছরের সন্তানও আছে।
পপিকে নিয়ে এসব তথ্য প্রকাশ্যে এসেছে সুখকর কোনো সংবাদে নয়, বরং জমি দখলের অভিযোগ উঠেছে অভিনেত্রীর নামে। পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি নিয়ে বিবাদে জড়িয়েছেন মা-বোনের সঙ্গে।
ফলে পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পপির মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য পপির স্বামী আদনান উদ্দিন কামালসহ কল্লোল মজুমদার, শিপন নামের দুই ব্যক্তিসহ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। সেখানে গিয়ে তারা জমি দখলের চেষ্টা করেন। তাদের বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানা ভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’
জানা গেছে, এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান কামালের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পপির সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। খবর : ঢাকা পোস্ট
|
|
|
|
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। শিশুশিল্পী সিমরিন লুবাবার কারণেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এ অভিনেত্রী ভাইরাল হয়েছিলেন। কারণ হানিয়া আমিরকে দেখতে নাকি অনেকটা লুবাবার মতো। এদেশের নেটিজেনরাও হানিয়ার সৌন্দর্যে মুগ্ধ। প্রেমসহ বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় আসেন এ পাক অভিনেত্রী।
পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার সৌন্দর্য নিয়ে প্রশ্নপ্রেমসহ বিভিন্ন কারণে প্রায়ই আলোচনায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির
আবারও হানিয়া আমিরকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াসহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে। তবে এবার কসমেটিক সার্জারি নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন হানিয়া।
‘ডেইলি পাকিস্তান’র সংবাদে জানা গেছে, দেশটির একজন ত্বকবিশেষজ্ঞ বলছেন, নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। কিন্তু নেটিজেনদের একাংশ বলছেন, কারো চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে এভাবে কথাবার্তা বলা ঠিক নয়।
সার্জারির বিষয়টি প্রকাশ্যে আসায় নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, তাহলে হানিয়া আমিরের এই রূপ সৌন্দর্য নকল! সার্জারি করে তিনি তার রূপ বৃদ্ধি করেছেন। হানিয়ার সার্জারি নিয়ে এত আলোচনা-সমালোচনা হলেও নিশ্চিত হওয়া যায়নি আসলেই তিনি কসমেটিক সার্জারি করেছেন কি না।
পাকিস্তানি এ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে সে দেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড সৃষ্টি করেছেন। কিছুদিন আগে ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে তিনি বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন।
পাকিস্তানের বিনোদন জগতে হানিয়া আমির অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। প্রতি পর্বের নাটকের জন্য তিনি ৩ থেকে ৪ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। হানিয়া ‘আনা’, ‘মুঝে পেয়ার হুয়া থা’ এবং ‘ইশকিযট’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নজরকাড়া হাসির জন্য বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। সম্প্রতি ‘সিএনএন’ এ অভিনেত্রীকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটি’ হিসেবে নির্বাচিত করেছে।
|
|
|
|
অনলাইন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২০ ডিসেম্বর। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন মেহজাবীনের। শঙ্খ দাশগুপ্তও এ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা হিসেবে।
সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমাটি আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এ ঘোষণা দেয়। যেখানে জানানো হয়, ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮টায় সিনেমাটি মুক্তি পাবে চরকিতে।
’প্রিয় মালতী’ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।
২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটি এরই মধ্যে দেশের বাহিরে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে।
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছিল ‘প্রিয় মালতী’। বাংলাদেশ প্যানারোমা সেকশনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ পুরস্কার দিয়েছে ফিপ্রেরসি জুরি।
সিনেমাটিতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
|
|
|
|
খাদান সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে ঝড় তুলেছেন ওপার বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত। বিচ্ছেদ জল্পনার মাঝেই এবার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় স্ক্রিন শেয়ার করবেন যীশু সেনগুপ্ত-শ্রাবন্তী চ্যাটার্জী।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদ জল্পনার মাঝে শ্রাবন্তী আর যীশুকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। তাই নতুন এ জুটিকে দেখার সুযোগ পাবেন দর্শকরা। এ ছবিতে দেবও অভিনয় করতে পারেন।
এ তারকা জুটিকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে বলে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে যীশু বা শ্রাবন্তী কেউ কোনো ঘোষণা দেয়নি।
প্রসঙ্গত, গত বছর সিসিএলের প্রায় সব ম্যাচেই যীশুকে সঙ্গ দিয়েছিল তার পরিবার, বিশেষ করে স্ত্রী নীলাঞ্জনা শর্মা। তবে বছরের মাঝামাঝি থেকে শুরু হয় ডিভোর্স চর্চা।
অভিনেতা নাকি নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তাই আলাদা হয়েছেন পরিবারের থেকে। বিগত অনেক মাস থেকে নীলাঞ্জনা বা দুই মেয়ে সারা-জারার পাশে দেখা যায়নি অভিনেতাকে।
|
|
|
|
দেড় দশক ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন চিত্রনায়িকা ববি হক। দীর্ঘদিনের এই ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। যার মধ্যে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’ উল্লেখযোগ্য।
সিনেমা নিয়ে এখনও ব্যস্ততা রয়েছে ববির। হাতে রয়েছে বেশ কয়েকটি কাজও। সম্প্রতি একটি অনুষ্ঠানে নতুন কাজ প্রসঙ্গে নানা কথা বললেন ববি। নায়িকা জানালেন, কয়েকদিন ধরে ‘বেইমান’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এরপর শুরু করবেন ‘বউ’ সিনেমার শুটিং। ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করার কথাও জানিয়েছেন নায়িকা।
নায়িকার কথায়, ‘দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।’
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়েও মন দিয়েছেন ববি। সে প্রসঙ্গে ববি বলেন, ‘আমি সবসময়ই একজন শিল্পী। তবে এই শিল্পীসত্তার বাইরে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকাস অভিনয়।’
জীবনে পাওয়া নানা খারাপ অভিজ্ঞতা প্রসঙ্গে ববি হক বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। এটা এখনও ঘটছে। যেমন, ঘরে বাবা-মা ভাই-বোনদের সঙ্গেও খুনসুটি হয়। আবার একটু মনোমালিন্যও হয়ে যায়, যে বিষয়টি খুবই দুঃখজনক। এরকম হওয়াটা উচিৎ না আসলে।’
|
|
|
|
ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী।
প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারও সঙ্গে যোগাযোগ।
এদিকে, পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।
পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না। সবার জমি সে একাই দখল করতে চায়।
তিনি আরও বলেন, স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
|
|
|
|
বিনোদন ডেস্ক : দেশে সাম্প্রতিক সময়ে শোবিজাঙ্গনের কয়েকজন তারকা রেস্টুরেন্ট উদ্বোধন কিংবা কোনো অনুষ্ঠান আয়োজনে বাধার মুখে পড়েছেন। এমন ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
গত ৩১ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সদস্যদের সম্মতিক্রমে এ বিবৃতি দেওয়া হয়েছে।
লিখিত বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা লক্ষ করেছি, নারী অভিনয়শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।
সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো অভিনয়শিল্পী কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে ভয়-শঙ্কাহীন ও স্বাধীনভাবে শিল্প–সংস্কৃতির চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে। এতে দেশীয় শিল্প–সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিনদেশি ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। আমরা এ বিষয়ে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু সমাধান দাবি করছি।
সংগঠনটির সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে সকলকে সাথে নিয়ে আগামী দিনের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের সকলের লক্ষ্য।’
উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর চট্টগ্রামে একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে তাওহীদি জনতার বাধার মুখে ফিরে আসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ২৫ জানুয়ারি টাঙ্গাইলে একটি শো-রুম উদ্বোধন করার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে টাঙ্গাইলে যেতে পারেননি এই অভিনেত্রী।
|
|
|
|
বিনোদন ডেস্ক : ছোট পর্দা থেকে সফর শুরু ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের। বর্তমানে ভক্ত-অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চেনেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমিও জানতে পেরেছি, কোনও ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলতো না। অথবা দু’বার ভেবেও দেখত না।’
‘হঠাৎ এই প্রস্তাব আসে। আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, এ ছবিও দর্শকের ভাল লাগবে।’
তার কথায়, ‘আমি খুব খুশি, খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে তাই খুশি। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভালো করে করতে হবে।’
প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা করা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। ‘খাদান’-এর সাফল্যের পরে আবারও চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি।
|
|
|
|
|
|
|
|