মিয়া আবদুল হান্নান : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, পালাবার সুযোগ পাবে না। তাদের নেতাকর্মীরাই তাদেরকে ধাওয়া করবে এবং নির্বাচনে আসতে বাধ্য হবে বিএনপি। আজ শনিবার ২০ মে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম এ কথা বলেন । সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ। নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করবে। সবার সঙ্গে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের অপেক্ষায় আওয়ামী লীগ।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ৭১ ও ৭৫ এর পরাজিত শক্তি এবং স্বাধীনতার শত্রুরা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নির্বাচন মানে না। নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু নির্বাচন বন্ধ করার শক্তি তাদের নেই। কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। কোনো ছাড় দেয়া হবে না তাদের। বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বলেন, ‘১/১১ এর কুশিলব, আন্তর্জাতিক শত্রু এবং সুদখোর মহাজন ড. ইউনূসদের সঙ্গে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি। তাদের ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ার থাকতে হবে। দাঁতভাঙ্গা জবাব দিয়ে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। বিএনপি যতই আন্দোলন করুক, বর্তমান মেয়াদের একদিন আগেও ক্ষমতা ছাড়বে না সরকার।শাক্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী কবির হোসেন একক প্রার্থী হওয়ায় শাক্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক ৯ জন প্রার্থী হওয়াতে ও অন্যান প্রার্থী পদ সিদ্ধান্ত গৃহীত হয়নি। ইস্পাহানি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভিপি ও কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহবায়ক মনির হোসেন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠান উদ্বোধন করেন।
এ-সময় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সহ সভাপতি হাজী শফিউল আযম খান বারকু, সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম হিল্টন, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, প্রচার সম্পাদক সন্তুষ মোদক, উপপ্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাইদ উদ্দিন সানজিব. মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
|