অনলাইন ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে সাত হাজার পিস ইয়াবাসহ কল্পনা (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কল্পনা বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের আ. কাদের পেদার মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই নারীকে দেখে সন্দেহ হলে তাকে আটক করে হাতে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এনায়েত হোসেন আরও বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাবুগঞ্জ থানায় পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com