আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটের চেইন্দা মৌজার সংরক্ষিত বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণের মাধ্যমে বনভূমি জবরদখলের দায়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলমের নেতৃত্বে সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার ঘোষের সার্বিক তত্বাবধানে রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। ১৪ মার্চ (মঙ্গলবার) কক্সবাজার রেঞ্জের আওতাধীন চেইন্দা বিটের চেইন্দা মৌজায় বিভাগীয় বন কর্মকর্তা,রেঞ্জ ও বিট কর্মকর্তা এবং স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গা উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন সদর রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা।
তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে ফলজ চারা রোপণের মাধ্যমে জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ২৫ একর জমি উদ্ধার করা হয়েছে। অভিযানে ধোয়াপালং, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা, স্টাফসহ সিপিজি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন ।নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটে ২৫ একর বনভূমি জবরদখল মুক্ত করে উক্ত জায়গায় সামাজিক বনায়নের আওতায় আনার জন্য সরকারি ভাবে নার্সারী সৃজনের কাজ সম্পন্ন করা হয়েছে, এবং ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
|