আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন সৌদির এক প্রকৌশলী। তিনি ২০ বছরেরও বেশি সময় কারাগারে বন্দি ছিলেন। যদিও ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হামলার পর যাদের গ্রেফতার করে নির্জন কারাগারটিতে বন্দি করা হয়, তাদের কারো বিরুদ্ধেই এখন পর্যন্ত অভিযোগ গঠন করা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ৪৮ বছর বয়সী গাসান আল শারবি নামের ওই ব্যক্তি এরই মধ্যে সৌদি আরবে ফিরে গেছেন।
আল শারবিকে সৌদি আরবের কাছে ফিরিয়ে দেওয়া হলেও তার গতিবিধি পর্যবেক্ষণসহ ভ্রমণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তার বিষয়ে নিয়মিত তথ্য বিনিময়ের কথাও বলা হয়েছে বিবৃতিতে।
পেন্টাগনের পর্যালোচনা বোর্ড ২০২২ সালে রায় দেয়, আল-কায়েদার কোনো নেতৃত্ব বা সহায়ক অবস্থানে আল শারবির ছিলেন না। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল বলেও জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, নাইন ইলেভেনের হামলার পর শারবি পাকিস্তানে পালিয়ে যান ও বোমা তৈরির প্রশিক্ষণ নেন। এরপরের বছরেই তাকে গ্রেফতার করা হয়।
নাইন-ইলেভেন হামলার পর, দুই দশক আগে ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় গুয়ানতানামো বে কারাগার চালু করে যুক্তরাষ্ট্র। কথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’র নামে তৎকালীন মার্কিন প্রশাসন বিভিন্ন দেশে যে সামরিক অভিযান শুরু করে, সেখানে গ্রেফতার লোকদের এই কারাগারে নিক্ষেপ করা হয়।
মানবাধিকার পর্যবেক্ষকরা বলেন, কোনো ধরনের প্রচলিত আইন-বিচারের মুখোমুখি না করেই বিদেশি ‘যুদ্ধবন্দিদের’ এই কুখ্যাত কারাগারে বছরের পর বছর রেখে দেয় মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com