ক্যাম্পাস থেকে সরে গেলো পুলিশ, এখনো বাইরে শিক্ষার্থীরা
তারিখ
:
15-07-2024
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ। তবে, রাতে ক্যাম্পাস চত্বর থেকে ফিরে গেছেন পুলিশ সদস্যরা।
সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দোয়েল চত্বর এলাকা থেকে সরে যান পুলিশ সদস্যরা। সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে চাঁনখারপুল পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
পুলিশকে অনুরোধ করে শিক্ষার্থীরা বলেন, তারা শহীদ মিনার প্রাঙ্গণে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এসময় পুলিশ তাদের অনুরোধ জানিয়ে এ রাতে শহীদ মিনারে যেতে নিষেধ করে।
এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বলেন, এ মুহূর্তে পুলিশের অবস্থান ক্যাম্পাসে নেই। এ রাতে শিক্ষার্থীদের শহীদ মিনারে যাওয়া ঠিক হবে না। এতে করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]