ট্রেনে ঈদযাত্রা: ২৪ জুনের ফিরতি টিকিট দেওয়া হচ্ছে আজ
তারিখ
:
14-06-2024
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষের ঢাকা ফিরতে সোমবার থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যারা টিকিট ক্রয় করবেন তারা আগামী ২৪ জুন ভ্রমণ করতে পারবেন৷ এদিনই ট্রেনের ঈদ পরবর্তী ফেরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে।
শুক্রবার (১৪ জুন) সকাল ৮টায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮ টায় বিক্রি শুরু হয়েছে৷ আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা হতে বিক্রি শুরু হবে। আজই ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। এর আগে গত ২০ জুন ঈদ পরবর্তী ফেরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। আর গত ২ জুন শুরু হয় অগ্রিম যাত্রার টিকিট বিক্রি৷
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন৷ এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই ৪টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেয়ার ব্যবস্থা থাকবে৷ ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না৷ টিকিট কালোবাজারী প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি(ওটিপি) প্রেরণের ব্যবস্থা করা হবে৷
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]