অনলাইন ডেস্ক : সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।
বুধবার (৭ জুন) দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে এ দুর্ঘটনা ঘটে।
আবুল কাশেম নামের এক রাজমিস্ত্রী জানান, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।
অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার ভোরে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।