অনলাইন ডেস্ক : বুধবার (২৪ মে) ভোরের দিকে উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার ভোরে পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার জন্য বাড়ি থেকে বের হন ইয়াছিন। পরে হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com