তত্বাধায়ক সরকার ভূয়া দাবীতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে মেতেছে : কামরুল ইসলাম এমপি
মিয়া আবদুল হান্নান : বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না, এইটা ভুয়া কথা। বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়া বিরোধীরা কোনোভাবে মেনে নিতে পারছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ শুক্রবার ১৯ মে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম এমপি এসব কথা বলেন। সমাবেশে দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে অংশ গ্রহন করেন ।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশ এগিয়ে যাচ্ছে আর বিএনপি-জামায়াত পেছনে নেয়ার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার বিরোধী অপশক্তি আর বিএনপি এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে।
অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি আরও বলেন, রাষ্ট্রযন্ত্র ধ্বংস করতে দেশবিরোধী চক্রান্ত চলছে। নির্বাচন বানচালে নতুন করে ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ।
সমাবেশ থেকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com