অনলাইন ডেস্ক : তোশাখানা মামলার শুনানিতে অংশ নিতে শনিবার (১৮ মার্চ) আদালতে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর কয়েক ঘন্টা পরেই পাঞ্জাব পুলিশ তার জামান পার্কের বাসভবনে প্রবেশ করে এবং ২০ জন দলীয় কর্মীকে গ্রেফতার করে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পাঞ্জাব পুলিশ প্রধান দরজা ভেঙে জামান পার্কের বাসভবনে প্রবেশ করে এবং সেখান থেকে পিটিআই কর্মীদের ধরে নিয়ে যায়।
পুলিশ দাবি করেছে, বাসভবনের ভেতরে থাকা কর্মীরা তাদের ওপর পেট্রল বোমা ও গুলি ছুড়েছে। এসময় কিছু পুলিশের কর্মীও আহত হয়েছেন বলে জানান তারা। এ ছাড়া অভিযানের সময় ককটেল তৈরি করতে ব্যবহৃত উপাদানও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এদিকে পুলিশের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইমরান খান। পিটিআই প্রধান বলেছেন, জামান পার্কে বাসভবনে পুলিশ হামলা চালিয়েছে। সেইসময় বুশরা বেগম একাই ছিলেন বলে জানান ইমরান খান। বুশরা বেগম ইমরান খানের স্ত্রী।
অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। হিংসাত্মক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com