পাবনা হাসপাতাল এন্ড ডায়ালাইসিস সেন্টারে এডভোকেসী সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি : ফজলুর রহমান খান। পাবনা হাসপাতালএন্ড ডায়ালাইসিস সেন্টারে মেরিল বাইপাস মোড়ে গত শুক্রবার ১৭ মার্চ ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সৌজন্যে ১ দিনের এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাদাদত হোসেন ডাব্লিউ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম, মেডিসিন চিকিৎসক ডাঃ মাজিদ মাহমুদ, আবাসিক চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন, আটঘরিয়া উপজেলার রামচন্দ্রপুর সিসির রাশেদুল ইসলাম, মালঞ্চি বাজারের ডাঃ রেজসুল করিম, পুষ্পপাড়া বাজারের ডাঃ আব্দুল কুদ্দুস, অত্র প্রতিষ্ঠান এর মার্কেটিং অফিসার আব্দুল আলিম প্রমুখ। পরিচালনা করেন গোলাম মওলা। সভায় বিভিন্ন এলাকার সিএইচসিপি, পল্লী চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন এটি ২০ বেডের একটি হাসপাতাল। এখানে ২৪ ঘন্টার জন্যে একজন আবাসিক চিকিৎসক রয়েছে। তিনি আরো বলেন অত্র প্রতিষ্ঠানে কিডনি রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিন ও গ্যাস্টোএন্টারোলজি, মেডিক্যাল অফিসার ও সানোলজিষ্ট, মেডিসিন, ডায়াবেটিস, ব্লাড ক্যান্সার ও থ্যালাসোমিয়া বিশেষজ্ঞ, কিডনি ইউরোলজি বিশেষজ্ঞ রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com