অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ মার্চ) সকালে ডাইল পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। আর আহতরা হলেন রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। তারা সবাই শ্রমিক।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ওই ভবনটি বেশ পুরাতন। বিস্ফোরণের পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আওলাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
সম্প্রতি রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া সায়েন্সল্যাবেও একটি তিনতলা ভবনে একই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচজন।
সবশেষ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণের ঘটনা ঘটলো। যাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com