সত্যিকার গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা রাখা উচিত : মির্জা ফখরুল ইসলাম
মিয়া আবদুল হান্নান : ভারতীয় হাইকমিশনারের বাসায় নৈশভোজের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল। ভারতীয় হাইকমিশনারের বাসায় নৈশভোজের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসায় যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসায় যায়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিএনপির পাঁচ নেতার নৈশভোজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র নেতারা। আজ ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রবেশ করেন তারা। বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, নৈশভোজটি ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কোন্নয়নের সূচনা। এ সময় এক বৈঠকে হাইকমিশনার সাফ জানান এদেশে সবার সঙ্গে তাঁরা ভালো সম্পর্ক রাখতে আগ্রহী। প্রায় দুই ঘণ্টার বৈঠকে বিএনপির চলমান আন্দোলন, নির্বাচনে অংশগ্রহণ ও জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান প্রণয় ভার্মা।
জবাবে বিএনপি নেতারা বলেন, বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সত্যিকার গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় ভারতের ভূমিকা রাখা উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে মতামত দেন তাঁরা। উদাহরণ হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের দুইটি জাতিয় সাংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট কারচুপি, নগ্নভাবে প্রশাসনকে ব্যবহার করে আগের রাতে ভোটসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন বিএনপি নেতারা।বৈঠকে জামায়াত প্রশ্নে বিএনপি নেতারা হাইকমিশনারকে জানান দলটির সঙ্গে তাঁদের আর জোট নেই। এখন সমমনা অন্যান্য দল ও সংগঠন নিয়ে রাজপথে আন্দোলন করছে বিএনপি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com