মায়ের পরকিয়ার বলি ২ শিশু হত্যার আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে ্যাব-১০
মিয়া আবদুল হান্নান : রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মায়ের পরকীয়া প্রেমের বলি ২ শিশু হত্যার প্রধান আসামী জুলহাসসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০, আজ ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছে।
রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী জিন্নাত আরা তানিয়া (২৮) তার প্রতিবেশী ভাড়াটিয়া জুলহাস হাওলাদার (৩৫) নামক ব্যক্তির সাথে দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। উক্ত মহিলার বর্তমান স্বামীর ঘরে হাফিজা আক্তার ৬ তানজিল হোসেন ফাহিম ৩ নামক দুইটি সন্তান ছিল। হাফিজা আক্তারের বয়স ৬ বছর ও তানজিল হোসেন ফাহিমের বয়স ৩ বছর। অতিসম্প্রতি ১১ মার্চ ২০২৩ আনুমানিক বিকাল ৪ টার সময় জিন্নাত আরা তানিয়া স্বামী মুকলেসুর রহমান মিরাজ (৩৫) পেশায় একজন রাজমিস্ত্রী। মুকলেসুর রহমান প্রতিদিনের ন্যয় কর্মসংস্থানের তাগিদে বাসা হতে বের হয়। সেই সুযোগে জিন্নাত আরা তানিয়া ও জুলহাস হাপলাদার ভিকটিমদের পিতা মিরাজকে কিছু না জানিয়ে পূর্বপরিকল্পিতভাবে শিশু সন্তান হাফিজা ও ফাহিমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ী এলাকাস্থ গার্ডেন পার্কে নিয়ে যায়। সেখানে পার্কের জলাধারে পানিতে ডুবে মৃত্যু অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।
উক্ত ঘটনার পর ভিকটিমদের পিতা মিরাজ বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে, তার স্ত্রী জিন্নাত আরা তানিয়া ও তানিয়ার পরকীয়া প্রেমিক জুলহাস হাওলাদার পূর্বপরিকল্পিত ভাবে মুকলেসুর রহমান মিরাজের অনুপস্থিতিতে এবং অজান্তে ঘুরতে যাওয়ার কথা বলে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকার গার্ডেন পার্কে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে মিরাজের ২ শিশু সন্তান হাফিজা ও ফাহিমকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরবর্তীতে ভিকটিমদের পিতা মুকলেসুর রহমান মিরাজ তার আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এসে জিন্নাত আরা তানিয়া ও জুলহাস হাওলাদারের নামে একটি হত্যা মামলা করেন।
ঘটনাটি জানতে পেড়ে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন খবরের ভিত্তিতে গতকাল ১৫ মার্চ বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ২ শিশু হত্যার কান্ডের এজাহারভূক্ত প্রধান আসামী জুলহাস হাওলাদার (৩৫)কে গ্রেফতার করে।
পরবর্তীতে আভিযানিক দল দ্বায়িত্বে অবহেলা, পার্কের ভিতরে অসামাজিক কর্মকান্ড পরিচালনা, লেকের চারপাশে জলাধারের নিরাপত্তা বেষ্টনী না থাকায় এবং উক্ত হত্যা মামলার আলামত (সিসিটিভি ফুটেজ) লুকিয়ে রাখা এবং নষ্ট করার অপরাধে উক্ত পার্কের মালিক জাকির হোসেন (৪৮) ও ম্যানেজার রাকিব রহমান (৩০)কে গ্রেফতার করে র ্যাব-১০। ঘটনাটি পার্শ্ববর্তি থানা এলাকায় হওয়ায় গ্রেফতারকৃত আসামীদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com