নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। খুব অল্প সময়েই নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় সরব থেকে প্রতিনিয়ত নিজের উপস্থিতির জানান দেন তিনি।
ছবির পাশাপাশি বিভিন্ন সময় রিল ভিডিও শেয়ার করেন পূজা। সবশেষ ভিডিওতে বেশ হাসিখুশি লুকে ধরা দিয়েছেন তিনি। নায়িকার সাজ দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওটি হোলির দিনের। সেই ভিডিওতে বেশ জনপ্রিয় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামের গানটি যুক্ত করেছেন পূজা।
গানের কথা থেকেই ক্যাপশনে লিখেছেন, ‘তুমি ছিলে আমার কল্পনায়...।’
আরেকটি পোস্টে নিজের কয়েকটি ছবি যুক্ত করে নায়িকা লিখেছেন, ‘সফল ব্যক্তিরা কখনোই অন্যরা কী করছে, তা নিয়ে চিন্তা করে না।’
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে পূজা চেরি ও ফারহান আহমেদ জোভান অভিনীত সিনেমা ‘পরি’। এছাড়াও আসছে ঈদে রোশানের সঙ্গে ‘জ্বীন’ নিয়ে পর্দায় হাজির হবেন নায়িকা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com