মিয়া আবদুল হান্নান : আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর; এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব দাবি করেন, আওয়ামী লীগ সরকার দেশকে চুরি করে ফোঁকলা করে দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানির পর চুরির নতুন খাত পাতাল রেল। এখন কোথাও জবাবদিহিতা নেই। সমাজ, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর দাম্ভিকতা বেড়েছে। যখন কারো দাম্ভিকতা বাড়ে, তখন তাদের পতন অবশ্যম্ভাবী। আজ ১৫ মার্চ বুধবার সকালে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার উল্লাহ`র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে জনগণের পকেট কেটে নেয়ার জন্য। বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটার ফন্দি করা হয়েছে। রিজার্ভ খালি করে ঋণ নিচ্ছে, টাকা ছাপাচ্ছে সরকার। কোথাও জবাবদিহিতা নেই। সমাজ, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে। এর কোনো বিকল্প নেই। শুধু জাতীয় নির্বাচনেই নয়, সুপ্রিম কোর্ট বারের ভোটেও চুরি করছে আওয়ামী লীগ। তাদের নেশা-পেশা হচ্ছে চুরি। সব খাতে চুরি করছে আওয়ামী লীগ। তারা বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরা ছিল। উল্টো বিএনপিপন্থি এক হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ক্ষমতায় থাকতে যা যা করার তা-ই করছে আওয়ামী লীগ। গণতন্ত্র ও স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন লড়াই করছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন কোনো একনায়কের দাম্ভিকতা বাড়ে, তখন পতন ত্বরান্বিত হয়। দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ আমিষ খেতে পারে না। শুধু মুখেই সরকারের সাফল্য। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দেশের মানুষই আন্দোলনে সরকারের পতন ঘটাবে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী, ডাকসু ভিপি আলহাজ আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আব্দুস সালাম, সাংবাদিক নেতা ও বিশিষ্ট কবি আব্দুল হাই শিকদার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে- সভাপতি সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
|