অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। দীর্ঘদিন বিরতির পর এখন নিয়মিতই কাজ করছেন অভিনয়ে। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং নিয়ে।
ছবিটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এতে প্রথম বারের মতো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। অভিনেতা নিশোরও এটা প্রথম চলচ্চিত্র।
তমা মির্জা বলেন, নিশো ভাইকে দিয়েই শুটিং শুরু হয়েছিল। প্রথমে নিশো ভাইয়ের সলো দৃশ্যের কাজ শেষ হয়েছে। তারপর আমাদের একসঙ্গের শুটিং শেষ হয়।
অভিনেত্রী আরও বলেন, এক সঙ্গে কাজ করতে গিয়ে কখনও মনেই হয়নি এটা নিশো ভাইয়ের প্রথম ছবি। আশা করছি, দর্শক আমাদের জুটিকে ভালোভাবেই গ্রহণ করবেন।
ছবি প্রসঙ্গে আফরান নিশো জানান, এই প্রথম মতো কোনো ফিচার ফিল্মে অভিনয় করছেন তিনি। সেই সঙ্গে খুব ভালো একটা কাজ দর্শকদের দিতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন নিশো।
প্রসঙ্গত, আসন্ন ঈদে সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com