স্পোর্টস ডেস্ক : গোলমেশিন খ্যাতি পাওয়া আরলিং হালান্ড মাঝে কদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অবশেষে ফের স্বরূপে দেখা দিলেন নরওয়ের বিধ্বংসী স্ট্রাইকার। এবার এক ম্যাচেই করলেন ৫ গোল।
হালান্ডের স্বপ্নময় রাতে লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নাম লিখিয়েছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে এক তরফা খেলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। অন্য দুই গোলদাতা কেভিন ডে ব্রুইন ও ইলকাই গিনদোয়ান।
দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখলো ম্যান সিটি। প্রথম লেগে ১-১ সমতা ছিল।
শেষ ষোলোর আরেক ম্যাচে পোর্তোর মাঠে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। তবে প্রথম লেগে ১-০ গোলে জেতায় শেষ আটের টিকেট পেয়েছে ইতালিয়ান দলটি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com