সরকার দেশকে নরকে পরিণত করেছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মিয়া আবদুল হান্নান : আগামী ১৮ মার্চ শনিবার সারাদেশে মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগপত আন্দোলনের অংশ হিসেবে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সারাদেশে মহানগরে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।নতুন করে ভয় দেখানো শুরু করেছে ক্ষমতাসীনরা, গ্রেফতার দেখিয়ে ক্ষমতাসীনরা নতুন করে ভয় দেখানো শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার দেশকে নরকে পরিণত করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আজ১১ মার্চ শনিবার রাজধানীর নয়াপল্টনে ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির আন্দোলনে সরকারের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রেফতার করে দেশের মানুষকে দমিয়ে রাখতে চায় ক্ষমতাসীনরা। এজন্য তারা উসকানি দিচ্ছে চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদলীয় শাসন কায়েম করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার। আবার খায়েশ হয়েছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ব্লুপ্রিন্ট নিয়ে ২৪-এর নির্বাচন করতে চায় তারা। দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপষে গেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আশুলিয়ার ডাকাতির টাকা কোথায় গেল, জবাব কে দেবে। আদানির সঙ্গে চুক্তি দেশের স্বার্থবিরোধী। রাজধানীর সিদ্দিকবাজার ও সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনার দায় নেবে কে? এর দায় সরকারকেই নিতে হবে। আন্দোলনে সরকার ভেসে যাবে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধৈর্যের সীমা আছে, মানুষ দেখতে চায় কতদিন তাদের বোকা বানাবেন। জনগণকে জিজ্ঞেস করলে তারাও বলবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ১০ দফা মেনে নিন, পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক মেনে নিন। সরকার পদত্যাগের দাবিতে যুগপত আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় পদযাত্রার কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com