ভারতের মাটিতে চলছে বোর্ডার-গাভাস্কা ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজ। তবে চলমান সিরিজের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ক্যানসারজয়ী মায়ের অসুস্থতার কারণেই হুট করে দেশে ফিরেছিলেন অজি তারকা এই পেস বোলার।
তবে শেষ পর্যন্ত ভেসে এলো দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে জন্মদাতা মাকে হারিয়েছেন তিনি।
আজ শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানিয়েছে।
টুইট বার্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা প্যাট, কামিন্সের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
আহমেদাবাদে ভারতের বিপক্ষে চলছে চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্যাট কামিন্সের মায়ের প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসেবে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে অস্ট্রেলিয়া দল।
২০০৫ সালে মারিয়া কামিন্সের ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। সেই থেকেই চিকিৎসা চলছিল তার। দীর্ঘদিন চিকিৎসার পর ক্যানসারকে জয়ও করেছিলেন মারিয়া। তবে গত কয়েক সপ্তাহ ধরে কামিন্সের মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে।
মায়ের অবস্থা সংকটজনক বুঝেই দিল্লিতে দ্বিতীয় টেস্টের পরই অস্ট্রেলিয়ায় ফিরে যান কামিন্স। তার অনুপস্থিতিতে তৃতীয় টেস্ট ম্যাচ থেকে অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টিভ স্মিথ। তবে ওয়ানডে সিরিজে দলে ফেরার কথা রয়েছে নেতৃত্বে থাকা কামিন্সের।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com