আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) মধ্য রাতে হামলার এ ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশের দাবি, হামলাকারীকে ‘প্রতিহত’ করা হয়েছে।
তবে ঘটনার পরিস্থিতি সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেয়নি তারা। বলা হচ্ছে, এটি ‘সন্ত্রাসী হামলা’ হতে পারে।
তেল আবিব একটি ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী। সেখানে বন্দুক হামলার ঘটনা বিরল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতালি সফরে গেছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘তেল আবিবে অত্যন্ত গুরুতর এবং সন্ত্রাসী হামলা এটি। আহতদের সুস্থতাও কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করছি।’
এক বিবৃতিতে দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির বলেন বন্দুকধারী নিহত হয়েছে।। তেল আবিবে একটি গুরুতর হামলা এটি। পুলিশ কর্মকর্তাদের হামলা প্রতিহত করার জন্য ধন্যবাদও জানান তিনি।
বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটিতে। এমন সময়ে এ হামলার ঘটনা ঘটলো।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com