মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার সভায় কয়েক দফায় হট্টগন্ডগোল
মিয়া আবদুল হান্নান : জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মতবিনিময় সভায় কয়েক দফায় হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মতবিনিময় সভা হয়। কম খরচে, দ্রুত কর্মী প্রেরণের নিমিত্তে, মালয়েশিয়া শ্রমবাজার বায়রার সকল সদস্যদের জন্য উন্মুক্ত করার দাবি’ শিরোনামে এ মতবিনিময় সভার আয়োজন করে বায়রা। সভায় উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমেদ এমপি। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার সভায় ব্যাপক হট্টগোল
মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করার সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) দুই পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল হয়েছে। এমনকি সাংবাদিককে লাঞ্ছিত করেন উত্তেজিত সদস্যরা। এই সময়ে দেয়া হয় হুমকি-ধামকি।২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার আয়োজনে মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করে সকল বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করতে মতবিনিময় সভা হট্টগোল দিয়ে শুরু হয়। পুলিশের হস্তক্ষেপে একবার শান্ত হলেও আবারও দুই পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মঞ্চে থাকা টেলিভিশনের মাইক্রফোন ফেলে দেয় উত্তেজিত কয়েকজন সদস্য। হট্টগোলের ছবি তুলতে গেলে টেলিভিশনের সাংবাদিককেও হেনস্তা করে সন্ত্রাসী চক্র। এবং দেখে নেয়ার হুমকি দেন তারা। এর প্রতিবাদ করেন উপস্থিত সাংবাদকর্মীরা। পরিস্থিতি শান্ত হলে, ভিডিও ফুটেজ দেখে আইনি পদক্ষেপ এবং লাইসেন্স বাতিল করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বায়রার সভাপতি আবুল বাসার।
সাংবাদিকদের উদ্দেশ্যে আবুল বাসার বলেন, ‘আমার কাছে যদি আপনারা ভিডিও ফুটেজ দিতে পারেন, আমি কথা দিলাম আমি তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সে যেই থাকুক না কেন, আমি প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। তাদের লাইসেন্স বাতিল করে কিভাবে এ ব্যবসা থেকে বিতারিত করা যায়, সে ব্যবস্থাও নিব।’ এর আগে মতবিনিময় সভায় ১০০ সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর বিরোধিতা করে সিন্ডিকেট বিরোধী সদস্যরা বক্তব্য দেন। সভায় উপস্থিতদের উদ্দেশ্যে তারা বলেন, আপনারা দয়া করে কেউ উত্তেজিত না হয়ে আলোচনার পথ খোলা রাখেন। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সমাধান আসবে। আপনারা যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন, আপনারা এখানে কথা দেন যে আজকে এই মুহূর্ত থেকে আর সিন্ডিকেট থাকবে না। উল্লেখ্য, গত বছরে ২ লাখের বেশি শ্রমিক মালয়শিয়াতে পাঠানোর ঘোষণা দেয়া হয়। এরইমধ্যে ৭০ হাজার কর্মী মালয়শিয়াতে গেছেন। বিভিন্ন রিক্রুটিংয়ে ঝুলন্ত রয়েছে মালয়েশিয়া যাওয়ার টাকা পাসপোর্ট জমা দান কারীরা, অনেকের গামকা মেডিকেলের মেয়াদ ও শেষ হয়ে গেছে, সেই সকল মালয়েশিয়া গামীরা হয়রানি স্বীকার হয়ে দিনাতিপাত করছে। যে দেখার কেউ নাই।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com